জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের সম্পদ, তারা ফেলনা বা অযোগ্য নয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের সম্পদ, তারা ফেলনা বা অযোগ্য নয় আমার এই লেখাটি শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে লেখা। আমি এখানে যা লিখছি, তার সবকিছুই আমাদের দেশের পাব্লিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানা। কিন্তু, আমার মতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, তারা পায় না কোনো ক্যারিয়ার নিয়ে ভালো দিকনির্দেশনা, না পায় ভালো কোনো ফ্যাসিলিটি। যদিও তাদের প্রায় সবাই প্রথম বর্ষের শুরু থেকেই বিসিএস-এর প্রিপারেশন নেওয়া শুরু করে, তবে আমার এই লেখাটি তাদের বিসিএস প্রিপারেশন নিয়ে না। আমি লিখছি যাতে তাদের কারো মধ্যে কখনো যদি ভবিষ্যতে গবেষক হয়ে নিজেকে দেখার স্বপ্ন বা ইচ্ছা থেকে থাকে, কিন্তু শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে সেই স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই লেখাটি তাদের আন্ডারগ্রাজুয়েট প্রথম বর্ষ থেকে কিছুটা আইডিয়া পেতে সাহায্য করবে। একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়তো দেশের কোনো পাব্লিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়নি। বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে কোনো ...