Posts

Showing posts from March, 2025

Post related to project or thesis (applicable for the juniors of Khulna University Mathematics Discipline)

Image
Post related to project or thesis (applicable for the juniors of Khulna University Mathematics Discipline ) --- নিচের লেখাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অনার্স/মাস্টার্স এর জুনিয়রদের (যারা Mathematical Modelling এ প্রজেক্ট/থিসিস করতে চায় তাদের) উদ্দেশ্য করে লেখা। বিশেষ করে অনার্স-এর জুনিয়রদের জন্যই লেখা (যারা 4-1 term এর স্টুডেন্ট)। আমাদের গণিত পরিবার থেকে অনেক সিনিয়র অলরেডি ভালো পজিশনে আছেন, তারা আমার থেকে আরো ভালো আইডিয়া দিতে পারবেন। তবে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আপাতত বুঝেছি, তাই মিনিমাম ভাবে নিচে শেয়ার করছি। আমার এই লেখাটির কারণ হলো: অনেক জুনিয়র অনার্স-এর (modelling related) প্রজেক্ট শুরু করতে গিয়ে প্রথম দিকে হিমশিম খায়/ভয় পায়/সঠিক গাইডলাইন পায় না। অনেক জুনিয়রই আমার সাথে মাঝেমধ্যে এসব নিয়ে কন্টাক্ট করে, কিন্তু আমিও সবসময় ব্যস্ততার ভিড়ে সেভাবে ফ্রি থাকি না অথবা, ফ্রি থাকলেও সবাইকে নিচের কথা গুলোই বলি। তাই ভাবলাম, সবাইকে আলাদা ভাবে না বলে এইবার তাড়াহুড়ো করে অগোছালো শব্দে শর্টকাটে আনন্দ নিয়ে কিছু লিখে ফেলি। তাই লিখছি: 1. যারা Mathematical Modelling এ কাজ করতে আগ্রহী,...