এ আই (AI) আমাদের শিশুদের ভাষাগত দক্ষতার বিকাশে হুমকি হয়ে উঠছে না তো?

এ আই (AI) আমাদের শিশুদের ভাষাগত দক্ষতার বিকাশে হুমকি হয়ে উঠছে না তো? আগামী দশ বা পনেরো বছরে, আমরা আমাদের শিশুদের নিয়ে এক কঠিন সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি; সেটা হলো, শিশুদের ভাষাগত দক্ষতা। যে হারে AI প্রতিদিন কঠিন সব সমস্যার সমাধান করে দিচ্ছে, তা সত্যিই অকল্পনীয়, তবে AI এর নেগেটিভ দিক হিসেবে আমি মনে করি-- আগামীতে AI এর অত্যধিক ব্যবহার আমাদের শিশুদের সৃজনশীলতাকে নষ্ট করতে পারে। একটু সহজ করেই বলি তাহলে: উদাহরণস্বরূপ, আমরা আমাদের ছোটবেলার স্কুল জীবনের কথা চিন্তা করতে পারি। আমাদেরকে যখন বাংলা বা ইংরেজিতে কোনো রচনা, কম্পোজিশন, প্যারাগ্রাফ লিখতে বলা হতো, আমরা নিজেদের মত করেই মনের মাধুরী মিশিয়ে লিখতাম। বাংলা বা ইংরেজি পরীক্ষা দিতে গিয়ে কোশ্চেন পেপার হাতে পাওয়ার পর যদি আমরা দেখতাম যে "কোনো রচনা, ভাব সম্প্রসারণ, ইত্যাদি কমন আসেনি", তাতেও আমরা কী সুন্দর প্রাসঙ্গিক ভাবে কিছুটা হলেও লিখে আসতাম। আমি বলছি না যে, আমাদের সময়কার শিক্ষাব্যবস্থা ভালো ছিল; আমাদের দেশের শিক্ষাব্যবস্থা সর্বদাই মুখস্থ ও পরীক্ষা নির্ভর। তবে, সেসময় আমরা নিজেদের সৃজনশীলতাকে কিছুটা কাজে লাগাতে পারতাম। কিন্তু বর্তমানে যে...