কাল্পনিক কল্পকথা: পৃথিবীতে একদিন একসাথে দুটো চাঁদ দেখা যাবে, বিশ্বাস হয় না তো ?
পৃথিবীতে একদিন একসাথে দুটো চাঁদ দেখা যাবে, বিশ্বাস হয় না তো ?
পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে বলে #চাঁদ কে পৃথিবীর একমাত্র উপগ্রহ বলা হয়। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশি হল মঙ্গল গ্রহ, যার আবার #ডিমোস ও #ফোবোস নামে দুটি উপগ্রহ রয়েছে। অর্থাৎ পৃথিবী থেকে যেমন #চাঁদ দেখা যায়, ঠিক তেমনি মঙ্গল গ্রহের আকাশে #ডিমোস ও #ফোবোস কে দেখতে পাওয়া যায়। মহাবিশ্ব প্রতিনিয়ত গতিশীল এবং এই সম্পূর্ণ গতিপথ ভ্রমণে- গ্রহ গুলো কোনো না কোনো এক সময় একে অপরের খুব কাছাকাছি আসে। পৃথিবী ও মঙ্গল উভয়েই উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করার কারণে দীর্ঘ সময়ের ব্যবধানে একে অপরের খুব সন্নিকটে আসে। যখন দুটি গ্রহ খুব কাছাকাছি আসে, তখন তাদের উপগ্রহ গুলোও কাছাকাছি আসতে বাধ্য (কারণ উপগ্রহ গুলো তাদের নিজ নিজ গ্রহ কে কেন্দ্র করে ঘুরছে)। যেদিন দুটি গ্রহ পরস্পরের খুব কাছাকাছি আসবে, হয়তো বা সেইদিন-- পৃথিবীর আকাশে দুটো উপগ্রহ দেখা গেলেও যেতে পারে - যার একটি হলো #চাঁদ আর অন্যটি #ডিমোস বা #ফোবোস...
N.B- #This is my personal imagination which has no proof or evidence but trying to establish the theory
Funny fact is: I wrote the above on Jan 31, 2017. Luckily on 29 Sep, 2024, a news came something similar to this 😄 (video attached below, source: online news)
Comments
Post a Comment